৫০ বছরের রেকর্ড ভাঙার পথে গ্রিসের উত্তাপ
চলতি সপ্তাহান্তে আরো তীব্র গরমের জন্য প্রস্তুত হচ্ছে গ্রিস। পারদ ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চড়তে পারে বলে সতর্ক করে দিয়েছেন আবহাওয়াবিদরা। খবর বিবিসি।
বাসিন্দাদের বাড়িতে থাকার পরামর্শ দিয়েছে দেশটির কর্তপক্ষ। এথেন্সের প্রাচীন অ্যাক্রোপলিসসহ জনপ্রিয় পর্যটন সাইটগুলো আগামী দুইদিনের উষ্ণতম অংশে বন্ধ থাকবে।
দেশটির শীর্ষ আবহাওয়াবিদদের একজন বলেছেন, ৫০ বছর বা অর্ধ শতাব্দির মধ্যে জুলাইয়ের সবচেয়ে উষ্ণতম সপ্তাহান্ত পার করতে পারে গ্রিস।
এদিকে কয়েক ডজন দাবানল ঘিরে আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা। জরুরি অবস্থা ও নাগরিক সুরক্ষা কর্মকর্তারা দেশজুড়ে নতুন দাবানলের খুব উচ্চ ঝুঁকির বিষয়ে সতর্ক করছেন।
প্রতিবেদনে বলা হয়, এথেন্স বরাবর পশ্চিমে ওয়েস্টার্ন অ্যাটিকাসহ সাউদান পেলোপোনিজের ল্যাকোনিয়া ও রোডস দ্বীপ সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলের অন্তর্ভুক্ত।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- রেকর্ড
- তীব্র গরম
- চরম তাপমাত্রা