ক্যান্সারের কিছু প্রাথমিক লক্ষণ
দীর্ঘস্থায়ী ক্লান্তি : আপনি যদি দীর্ঘ সময় ধরে ক্লান্তিবোধ করেন অথবা অবসাদে ভোগেন, তবে সেটা অনেক রোগের কারণ হতে পারে। হতে পারে ক্যান্সারও। মলাশয়ের ক্যান্সার বা রক্তে ক্যান্সার হলে সাধারণত এমন উপসর্গ দেখা যায়। দ্রুত
ওজন কমে যাওয়া : কোনো কারণ ছাড়া হঠাৎ করে দ্রুতগতিতে যদি ওজন কমতে থাকে, তা সত্যিই চিন্তার কারণ। এটি ক্যান্সারের অন্যতম উপসর্গ। তাই নজর দিন ওজনের দিকে।
দীর্ঘদিনের ব্যথা : কোনো কারণ ছাড়া দীর্ঘদিন ধরে শরীরের কোনো অংশে যদি ব্যথা হয় আর ওষুধেও যদি কাজ না করে তাহলে এ নিয়ে ভাবনার যথেষ্ট কারণ আছে। শরীরের কোন জায়গায় ব্যথা হচ্ছে, তার ওপর নির্ভর করছে রোগীর ব্রেইন টিউমার বা মলাশয়ের ক্যান্সারের ঝুঁকি রয়েছে কিনা। অস্বাভাবিক মাংসপিণ্ড : আপনি যদি শরীরের কোনো অংশে অস্বাভাবিক মাংসপিণ্ড দেখতে পান অথবা মাংস জমাট হতে দেখেন কিংবা এ ধরনের পরিবর্তন বুঝতে পারেন, তবে এটি ক্যান্সারের উপসর্গ হতে পারে।