কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ডলার সংকটের সমাধান হবে কবে?

যুগান্তর ড. আর এম দেবনাথ প্রকাশিত: ২২ জুলাই ২০২৩, ১০:৫৮

কাঁচাবাজারের অভিজ্ঞতা দিয়েই শুরু করি আজকের নিবন্ধ। চার-পাঁচ দিন আগের কথা। মতিঝিল কলোনি বাজারে গিয়েছি ইলিশ মাছ কিনতে। অনেকদিন এ মাছ খাওয়া হয়নি। পহেলা বৈশাখে ইলিশের ধারেকাছে যাইনি। পরিচিত দোকানদারের কাছে গিয়ে দাম করতেই তিনি বললেন, ২২০০ টাকা, ২৫০০ টাকা কেজি। আমি বললাম, এত দাম কেন? আমার মুখ থেকে কথা কেড়ে নিয়ে আগের দোকানের মাছওয়ালা বলে উঠলেন, ডলার নেই, ডলার নেই। একথা শুনে আমি তো অবাক।


বলে কী! ইলিশের বাজারের সঙ্গে ডলারের বাজারের সম্পর্ক কী? দোকানদার তখন বললেন, চাঁদপুরের মাছের আড়তদাররা নাকি ডলারের কারণে ইলিশের বাজার চড়া-একথা বলে মানুষকে ‘বুঝ’ দেয়। সত্যি-মিথ্যা বলতে পারব না; তবে ডলার সংকট যে মানুষের মাথার মধ্যে ঢুকে বসে আছে, এটা ভালোভাবেই বুঝলাম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও