![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-06%252F5c6699d6-08b6-49a1-83e7-a5ae2d4671e4%252Ffc8c5368-79da-4b49-8675-eb628f5f5872.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26dpr%3D1.0%26q%3D70%26w%3D640)
গুচ্ছ ভর্তি পরীক্ষার টাকা ভাগ–বাঁটোয়ারা নিয়ে প্রশ্ন
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, সহ-উপাচার্য, কোষাধ্যক্ষসহ কয়েকজন ডিন ভর্তি পরীক্ষার ফরম বিক্রির টাকা থেকে ‘অযৌক্তিকভাবে’ বেশি টাকা সম্মানী হিসেবে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে উপাচার্য হাফিজা খাতুন নিজেই নিয়েছেন ৮ লাখ ৫২ হাজার ৯৯৩ টাকা। আর সহ-উপাচার্য এস এম মোস্তফা কামাল খান ও কোষাধ্যক্ষ কে এম সালাহ উদ্দিন নিয়েছেন ৬ লাখ ৮২ হাজার ৩৮২ টাকা করে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২১-২২ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষার ফরম বিক্রি থেকে আয় হয়েছিল ১ কোটি ৯৫ লাখ ৯৪ হাজার ৬০০ টাকা। এর মধ্যে ১৫২ জন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ১ কোটি ৪১ লাখ ৬৭ হাজার টাকা ভাগ-বাঁটোয়ারা করে নিয়েছেন।
ভর্তি পরীক্ষার তহবিল থেকে এত বেশি টাকা সম্মানী হিসেবে নেওয়ায় এর সমালোচনা করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষকেরা। নাম প্রকাশ না করার শর্তে একজন সহযোগী অধ্যাপক প্রথম আলোকে বলেন, ‘আমার জীবনে এত টাকা সম্মানী নেওয়ার কথা কোনো দিন শুনিনি। এত টাকা সম্মানী নেওয়া কোনোভাবেই যৌক্তিক না।’