মহারাষ্ট্রে ভয়াবহ ভূমিধসে নিহত ১৬, শতাধিক আটকা

বাংলা নিউজ ২৪ মহারাষ্ট্র প্রকাশিত: ২১ জুলাই ২০২৩, ১৫:৫৮

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের একটি গ্রামে ভয়াবহ ভূমিধস আঘাত হেনেছে। এই ঘটনায় ১৬ জনের প্রাণহানি ঘটেছে এবং আটকা পড়েছেন শতাধিক বাসিন্দা।


রাজ্যের রায়গড় জেলার ইরশালওয়াদি গ্রামে বুধবার রাতে এই ভূমিধস হয় এবং বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ভারী বৃষ্টির কারণে বৃহস্পতিবার রাতে উদ্ধার কার্যক্রম স্থগিত রাখা হয়। কর্মকর্তারা বলছেন, দুর্যোগের স্থানটি পাহাড়ের উপরের অংশে শনাক্ত করা হয়েছে। সেখানে পৌঁছাতে বেগ পেতে হচ্ছে, যা উদ্ধারকাজ বাধাগ্রস্ত করছে। মহারাষ্ট্র সরকার বলছে, প্রায় ১০৯ জন এখনো ধ্বংসাবশেষের নিচে আটকা রয়েছেন। গত দুই সপ্তাহ ধরে ভারতের বেশ কয়েকটি রাজ্যে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এর ফলে বন্যা ও ভূমিধ্বসের মতো দুর্যোগ নেমে আসছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও