উইন্ডোজের জন্য গুগলের ‘নেয়ারবাই শেয়ার’

বণিক বার্তা প্রকাশিত: ২১ জুলাই ২০২৩, ১১:৩৮

উইন্ডোজের জন্য গুগলের ‘‌নেয়ারবাই শেয়ার’ উন্মোচন করা হলো। চলতি বছরের মার্চে বেটা সংস্করণে প্রবেশের পর সম্প্রতি নতুন ঘোষণা দেয়া হলো গুগলের পক্ষ থেকে। অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য নেয়ারবাই শেয়ার দীর্ঘদিন ধরেই জনপ্রিয় অ্যাপ। এর মাধ্যমে উইন্ডোজ ব্যবহারকারীরাও কোনো ধরনের বাড়তি ঝামেলা ছাড়াই ফাইল আদান-প্রদান করতে পারেন। খবর রয়টার্স 


গুগলের এ পদক্ষেপ ফাইল আদান-প্রদানের প্লাটফর্ম হিসেবে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছে। বেড়েছে গতি ও ব্যবহারযোগ্যতা। তবে এতদিন অ্যান্ড্রয়েডে জনপ্রিয় থাকলেও উইন্ডোজে ব্যবহৃত হতো না। সম্প্রতি ঘোষণার মধ্য দিয়ে উইন্ডোজেও যাত্রা করবে প্লাটফর্মটি। একই সঙ্গে আনা হয়েছে নতুন আপডেট।


এক্সডিএ ডেভেলপারসের প্রতিবেদন অনুসারে, ১৮ জুলাই ব্যবহারকারীরা নেয়ারবাই শেয়ারের মাধ্যমে ছবি আদান-প্রদানের সময় একটা নোটিফিকেশন দেখা দেয়। নোটিফিকেশনের মাধ্যমে প্রিভিউ আকারে দেখে নেয়া যায় শেয়ার করা ফাইলটি। অর্থাৎ কোন ফাইল আদান-প্রদান করা হচ্ছে, তা আগে নিশ্চিত হয়ে নেয়া যায় দ্রুত সময়ের মধ্যে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও