কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পশ্চিমবঙ্গের এক গ্রামে ডাইনি অপবাদে বৃদ্ধার ওপরে ভয়াবহ নির্যাতন

ঢাকা পোষ্ট পশ্চিমবঙ্গ প্রকাশিত: ২১ জুলাই ২০২৩, ১০:৩৭

ভারতের পশ্চিমবঙ্গের এক গ্রামের এক আদিবাসী বৃদ্ধা নারীকে ডাইনি অপবাদ দিয়ে অমানবিক নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই নারী বৃহস্পতিবার দুপুরে থানায় গিয়ে সুবিচার দাবি করেন।


জানা যায়, ওই গ্রামের এক জ্যোতিষ কয়েকজন বাসিন্দাকে তাদের গ্রামে একজন ডাইনি রয়েছে বলে জানান। এর পরই বাসিন্দারা গ্রামে ফিরে এসে প্রায় ৭০ বছরের এক আদিবাসী নারী ও তার মেয়ের ওপর অমানবিক নির্যাতন চালায়। ওই নারীর মাথার চুল ও চামড়া ধারাল ব্লেড দিয়ে কাটার পরে তাদেরকে শুইয়ে তাদের বুকের ওপরে বসে তাদের নাক টিপে ধরে মল, মূত্র খাওয়ানো হয়।



এখানেই অত্যাচারের শেষ নয়। বিষাক্ত কাঁটার ওপরে তাদেরকে প্রায় অর্ধনগ্ন অবস্থায় বসতে বাধ্য করা হয়। শারীরিক ও মানসিকভাবে অমানবিক অত্যাচারের পরে তাদের কাছে থাকা ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে তাদের গ্রামছাড়া করা হয়। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও