বসুন্ধরা আবাসিক এলাকায় নির্মিত হচ্ছে শপিংমল
সমকাল
প্রকাশিত: ২১ জুলাই ২০২৩, ১০:০১
ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার ‘এন’ ব্লকে প্রায় দশ বিঘা জমির ওপর নির্মিত হতে যাচ্ছে নয়নাভিরাম স্থাপত্যশৈলীর ‘বসুন্ধরা বাজার প্রতিদিন’। বসুন্ধরা আবাসিক এলাকায় বসবাসরত মানুষের প্রয়োজনের কথা মাথায় রেখে নির্মিত হতে যাচ্ছে এ অত্যাধুনিক শপিংমল।
বসুন্ধরা গ্রুপের উদ্যোগে শপিংমলটি গড়ে তোলা হচ্ছে বলে গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।বৃহস্পতিবার সকালে বসুন্ধরা গ্রুপের প্রকৌশল এবং স্থাপত্য শাখার কর্মকর্তারা প্রথম পাইলিং কাজের মাধ্যমে এর নির্মাণকাজ শুরু করেন। এ সময় বসুন্ধরা গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আগামী দুই বছরের মধ্যে এ শপিংমল সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে।চার লাখ বর্গফুটের বেইজমেন্টসহ সাত তলা বিশিষ্ট মলটিতে বেজমেন্টে থাকছে কাঁচাবাজার।