ফের কোরআন পোড়ানোর অনুমতি, ইরাকে সুইডিশ দূতাবাসে আগুন

দেশ রূপান্তর ইরাক প্রকাশিত: ২০ জুলাই ২০২৩, ১৮:০৬

ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত সুইডিশ দূতাবাসে আজ বৃহস্পতিবার (২০ জুলাই) ভোরে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। সুইডেনে আবারও কোরআন শরীফ পোড়ানোর অনুমতি দেওয়ায় সেখানে অগ্নিসংযোগ করা হলো। বার্তা সংস্থা এএফপির এক সাংবাদিক এ কথা জানিয়েছেন।


খবরে বলা হয়, সুইডিশ কর্তৃপক্ষ স্টকহোমে ইরাকি দূতাবাসের বাইরে একটি সমাবেশ করার অনুমতি দিয়েছে। ইরাকের নাগরিকরা সুইডেনে আগের বিভিন্ন ঘটনায় ক্ষুব্ধ হয়েছে এবং বিক্ষুব্ধ ধর্মীয় নেতা মোকতাদা আল-সদরের সমর্থকরা বাগদাদে বৃহস্পতিবারের এ বিক্ষোভের আয়োজন করে।


এএফপির একজন সংবাদদাতা জানান, সুইডিশ দূতাবাস ভবন থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও