ঘাম বা বৃষ্টি—কিছুতেই নষ্ট হবে না মেকআপ

দেশ রূপান্তর প্রকাশিত: ২০ জুলাই ২০২৩, ১৭:২৭

ভ্যাপসা গরম এবং বর্ষার যুগলবন্দিতে কিন্তু অনুষ্ঠানের খামতি নেই। বিয়ে, বিবাহবার্ষিকী তো আছেই, তার ওপর শহরে বিভিন্ন জায়গায় চলছে কনসার্ট ও নানা ধরনের অনুষ্ঠান। যেখানেই যান না কেন, টুকটাক মেকআপ করতেই হয়। কিন্তু এমন আবহাওয়ায় অতিরিক্ত ঘাম, মুখের তেলে মেকআপ ধুয়ে, গলে একাকার হয়ে যায় কিছুক্ষণের মধ্যেই। অনেকে আবার মেকআপ করার আগে মুখে বরফ ঘষে নেন যাতে ঘাম কম হয়। কিন্তু তাতেও যে সকলে আশানুরূপ ফল পান, তা কিন্তু নয়। বাড়ি থেকে মেকআপ করার পর গন্তব্যে পৌঁছনোর আগেই যদি কাজল গলে চোখে লেপটে যায়, কপালে বিন্দু বিন্দু ঘামের সঙ্গে ফাউন্ডেশন গুলে যায়, তা হলে দেখতে মোটেই ভালো লাগে না।


রূপচর্চা বিশেষজ্ঞেরা বলছেন, বর্ষাকালেও কিন্তু নায়িকাদের মতো মেকআপ করা যায়। তবে তার জন্য কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি।


১. চড়া চোখের মেকআপ


মেকআপ করতে ভালোবাসেন যারা, প্রতিনিয়ত তারা নানারকম প্রসাধনী চোখে ব্যবহার করেন। বিভিন্ন রং মিশিয়ে আইশ্যাডো পরেন। বিশেষজ্ঞেরা বলছেন, এই সময়ে চোখের ওপর যত কম প্রসাধনী ব্যবহার করা যায় ততই ভালো। ‘ওয়াটার প্রুফ’ প্রসাধনী ব্যবহার করতে পারলে ভালো। তবে তা-ও যে সকলের ক্ষেত্রে সমানভাবে কাজ করে, এমন নয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও