কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

প্রথম প্রজন্মের আইফোন বিক্রি হলো ১ লাখ ৯০ হাজার ডলারে

ডেইলি স্টার প্রকাশিত: ২০ জুলাই ২০২৩, ১৫:৪০

২০০৭ সালের প্রথম প্রজন্মের একটি আইফোন নিলামে ১ লাখ ৯০ হাজার ডলারে বিক্রি হয়েছে। এই দাম নিলাম আয়োজকদের প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে।


এলসিজি অকশনস নামের একটি নিলামকারী প্রতিষ্ঠান এই আইফোনটিকে নিলামে তোলে। ৪ গিগাবাইট (জিবি) ধারণক্ষমতার ফোনটি ৫০ হাজার থেকে ১ লাখ ডলারে বিক্রি হবে বলে ধারণা করা হয়েছিল।


কিন্তু নিলাম শুরুর পর পরিস্থিতি দ্রুত পাল্টাতে থাকে। অনলাইনে ২৮টি বিড আসার পর সর্বোচ্চ দাম ওঠে ১ লাখ ৯০ হাজার ৩৭২ মার্কিন ডলার।


এলসিজি অকশনস জানায়, গত ৯ মাসে ২০০৭ সালের প্রথম প্রজন্মের কারখানার মোড়কযুক্ত ৮ জিবি ধারণক্ষমতার দুটি আইফোনও 'রেকর্ড মূল্যে' বিক্রি করেছে তারা। 


কিন্তু ৪ জিবি মডেলের এই ফোন একটি 'অসাধারণ স্মারক' ও এটি 'ব্যতিক্রমী অবস্থায়' আছে বলে বর্ণনা করা হয়। যার ফলে এটা সংগ্রাহকদের কাছে আরও দুর্লভ হয়ে ওঠে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও