কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পাকিস্তানের লাহোর, ইসলামাবাদে বৃষ্টিজনিত ঘটনায় ১৬ মৃত্যু

বিডি নিউজ ২৪ পাকিস্তান প্রকাশিত: ২০ জুলাই ২০২৩, ১৫:২২

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ও গুরুত্বপূর্ণ শহর লাহোরে বৃষ্টিজনিত বিভিন্ন ঘটনায় অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে।


বুধবার ভোররাতে ইসলামাবাদের শহরতলীতে একটি বিস্তৃত সামরিক কম্পাউন্ডের সীমানা দেয়ালের একটি অংশ ধসে ১১ শ্রমিকের মৃত্যু হয়। বৃষ্টিতে দেয়ালটি দুর্বল হয়ে পড়েছিল বলে পুলিশ ও উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছেন।


একইদিন লাহোরের বিভিন্ন এলাকায় বৃষ্টির মধ্যে পাঁচজন বিদ্যুৎস্পষ্ট হয়ে মারা যান, জানিয়েছে পাকিস্তানের ইংরেজি ভাষার দৈনিক ডন। 


ইসলামাবাদের গোলরা মোড়ের ঘটনায় নিহত শ্রমিকরা নিকটবর্তী একটি আন্ডারপাস নির্মাণে কাজ করছিল। ঘটনার সময় তারা কাছেই তাদের তাঁবুতে ঘুমিয়ে ছিলেন। ওই সময় সামরিক কম্পাউন্ডের ১১ ফুট উঁচু দেয়াল তাদের ওপর ধসে পড়ে। এ ঘটনায় আরও পাঁচ শ্রমিক আহত হয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও