কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

অটোরিকশায় মাইক্রোবাসের ধাক্কা: নিহত বেড়ে ৭

বাংলা ট্রিবিউন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল প্রকাশিত: ২০ জুলাই ২০২৩, ১৫:০১

সিলেটে মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতে। ঘটনাস্থলে ছয় জন নিহত হন। পরে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগে চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু হয়। বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।


পুলিশ জানায়, বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে পর্যটকদের বহনকারী ওই মাইক্রোবাসটি সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের নন্দিরগাঁও ইউনিয়নের সুন্দ্রগাঁও এলাকার পিয়াইনগুল কলিম উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে চাকা ফেটে যায়। সেটি সিলেটগামী একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে দুটি বাহনই খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক নারীসহ ছয় জন নিহত হন।


নিহত সাত জনের মধ্যে তিন জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন– সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে মো. কালন মিয়া (৩০); একই উপজেলার ৫নং উত্তর রনিখাই ইউনিয়নের বতুমারা গ্রামের ইদ্রিস আলী; কোম্পানীগঞ্জের পূর্ব ইসলামপুর ইউনিয়নের কালিবাড়ি গ্রামের মৃত আছদ্দর আলীর ছেলে কাজি মাওলানা আমির উদ্দিন। আমির কোম্পানীগঞ্জের পারোয়া-আনোয়ার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও