সাফজয়ী মেয়েদের পারফরম্যান্সে প্রভাব ফেলেছে ‘ঘটনাপ্রবাহ’
চ্যানেল আই
প্রকাশিত: ২০ জুলাই ২০২৩, ১৪:৩৯
নেপালে গতবছর লাল-সবুজের বিজয় কেতন উড়িয়ে মেয়েদের সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। দেশকে সাফল্য এনে দেয়া বীরকন্যারা পরে ১০ মাস খেলতে পারেনি আন্তর্জাতিক ম্যাচ। মাঠের পারফরম্যান্সেও পড়েছে যার প্রভাব। সেই নেপালের কাছে কদিন আগে ঘরের মাঠে দুই ম্যাচের ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল সিরিজে হেরেছে সাবিনা খাতুনের দল।
জাতীয় নারী দলের সাবেক প্রধান কোচ গোলাম রব্বানি ছোটন সাফ চ্যাম্পিয়ন হওয়ার পরের ঘটনা প্রবাহকে মাঠের মলিন পারফরম্যান্সের জন্য দায়ী করলেন। শুধুমাত্র লম্বা সময় না খেলাকে কারণ হিসেবে দেখতে নারাজ দেশের অন্যতম সফল এ কোচ।