মণিপুরের ঘটনায় সরকার ব্যবস্থা না নিলে আমরা নেব: প্রধান বিচারপতি

সমকাল ভারত প্রকাশিত: ২০ জুলাই ২০২৩, ১৪:৩১

ভারতের মণিপুরে দুই নারীকে নগ্ন করে ক্যামেরার সামনে রাস্তায় হাঁটানোর ঘটনার নিন্দা জানিয়ে কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেছেন, যদি সরকার এ ব্যাপারে পদক্ষেপ না নেয় তাহলে সুপ্রিম কোর্ট ব্যবস্থা নেবে। বৃহস্পতিবার তিনি এ মন্তব্য করেন। খবর-এনডিটিভি


ঘটনাটিকে ‘চরম বিরক্তকর’ উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, ভিডিও’র দৃশ্যটিতে ‘সাংবিধানিক ব্যর্থতা’ ফুটে উঠেছে।


সরকারকে এ ঘটনায় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ওই অঞ্চলে নারীদের নিরাপত্তা নিশ্চিতে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে সে সম্পর্কে আদালতকে জানাতে হবে। 


প্রধান বিচারপতি বলেন, যদি সরকার পদক্ষেপ না নেয় তাহলে সুপ্রিম কোর্ট ব্যবস্থা নেবে। সরকারকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, ২৮ জুলাই মামলাটি গ্রহণ করবে আদালত। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও