কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

এটা কি নির্বাচনি পরিবেশ প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র?

যুগান্তর ড. সুলতান মাহমুদ রানা প্রকাশিত: ২০ জুলাই ২০২৩, ১২:৪২

নির্বাচনের ধরন ও পরিবেশ নিয়ে রাজনীতির মাঠ গরম হয়েছে। গত ১৭ জুলাই ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোটের শেষ সময়ে আলোচিত স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাধারণ মানুষ নিন্দার ঝড় তুলেছে। উল্লিখিত হামলার ঘটনাটি নিঃসন্দেহে ন্যক্কারজনক ও অনাকাঙ্ক্ষিত। নির্বাচনে একদল জিতবে, একদল হারবে এটাই স্বাভাবিক। কিন্তু একজন সংসদ-সদস্য প্রার্থীকে হামলার বিষয়টি কোনোভাবেই রাজনীতির শিষ্টাচারসম্মত নয়। শুধু সাধারণ মানুষের মনে নয়, সচেতন মহলের মাঝেও ব্যাপকভাবে প্রশ্ন জেগেছে-কারা এ হামলাটি চালিয়েছে। কেনই বা এ হামলার ঘটনা? এসব প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই ঘুরপাক খাচ্ছে জনমনে। এ ঘটনার নেপথ্য কারণ অনুমান করতে গিয়ে একটি বাস্তব নির্মমতার সূত্র তুলে ধরতে চাই।


২০১০ সালের ৮ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাহ মখদুম হলে রাতের অন্ধকারে হামলা চালিয়ে ছাত্রলীগ নেতা ফারুক হত্যাকাণ্ড ঘটিয়েছিল ছাত্রশিবির ক্যাডাররা। হলের গেটে যখন ছাত্রশিবিরের ক্যাডাররা প্রবেশ করে, তখন তারা জয় বাংলা স্লোগান দিচ্ছিল। হলের গেটম্যানরা সহজেই যাতে গেটের তালা খুলে দেয়, মূলত সে উদ্দেশ্যেই জয় বাংলা স্লোগান দিচ্ছিল শিবির ক্যাডাররা। সেদিন জয় বাংলা স্লোগান দিয়ে ছাত্রলীগ নেতা ফারুককে নির্মমভাবে হত্যা করা হয়। সম্প্রতি হিরো আলমের ওপর যারা হামলা চালিয়েছে, তাদের কারও কারও গায়ে নৌকার ব্যাজ পরা ছিল মর্মে পত্রিকায় খবর পড়লাম। এখানে আমার প্রশ্ন হলো, নৌকার ব্যাজ পরা থাকলেই অথবা জয় বাংলা স্লোগান দিলেই কি তারা নৌকার সমর্থক? এ প্রশ্নের উত্তর নিশ্চয়ই ‘না’।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও