ইরানে হিজাব না পরায় অভিনেত্রী আফসানের ২ বছরের স্থগিত কারাদণ্ড

প্রথম আলো ইরান প্রকাশিত: ২০ জুলাই ২০২৩, ১১:৩২

জনসম্মুখে হিজাব না পরার দায়ে ইরানের প্রখ্যাত অভিনেত্রী আফসানে বায়েগানকে দুই বছরের স্থগিত কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। গতকাল বুধবার স্থানীয় সংবাদমাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়েছে।


বিচারক রায়ে বলেছেন, পরিবারবিরোধী মনোভাবের কারণে আফসানেকে প্রতি সপ্তাহে একদিন বাধ্যতামূলকভাবে মনোবিদের দ্বারস্থ হয়ে কাউন্সেলিং নিতে হবে। চিকিৎসার পর তাঁর স্বাস্থ্যবিষয়ক সনদ আদালতে দিতে হবে।


শুধু তা-ই নয়, আফসানের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে দুই বছরের জন্য নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।


ইরানে নারীদের জন্য জনসম্মুখে মাথা ঢেকে বা হিজাব পরে চলাফেরা করা বাধ্যতামূলক। এ আইন ভেঙেছেন ৬১ বছর বয়সী আফসানে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, আফসানে হিজাব না পরে একটি চলচ্চিত্র প্রদর্শনীতে অংশ নিয়েছেন। পরে সেই ছবি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও