কৃষ্ণসাগর বন্দরে রুশ হামলায় ৬০ হাজার টন শস্য ধ্বংস: ইউক্রেন
ইউক্রেনের কৃষ্ণসাগর উপকূলে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ৬০ হাজার টন শস্য ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে কিয়েভের কর্মকর্তারা। হামলায় শস্যের অনেক গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করেছে তারা। ইউক্রেনের কৃষিমন্ত্রী মাইকোলা সোলস্কি বলেছেন, হামলার পর ‘উল্লেখযোগ্য পরিমাণে’ রফতানি পরিকাঠামো বন্ধ হয়ে গেছে।
গত বছর ফেব্রুয়ারিতে রুশ অভিযান শুরুর পর ইউক্রেন থেকে শস্য রফতানি পুরোপুরি বন্ধ হয়ে যায়। এটির প্রভাব পড়ে বিশ্ববাজারে। কারণ বিশ্বের অন্যতম শীর্ষ শস্য রফতানিকারক দেশ এই ইউক্রেন।
কয়েকদিনের মধ্যেই শস্যের দাম কয়েক গুণ বেড়ে যায়। পরিস্থিতি সামাল দিতে তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় ইউক্রেন থেকে শস্য রফতানির বিষয়ে গত বছর একটি চুক্তি হয়। সোমবার শেষ হয় চুক্তির মেয়াদ। রাশিয়া চুক্তির মেয়াদ আর বাড়াতে রাজি হয়নি। রুশ প্রেসিডেন্ট পুতিন পশ্চিমাদের বিরুদ্ধে শস্যচুক্তিকে ‘রাজনৈতিক ব্ল্যাকমেইল’ হিসেবে ব্যবহার করার অভিযোগ তুলেন।