কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিতর্কেই শুরু আজ মেয়েদের বিশ্বকাপ

আনন্দবাজার (ভারত) অকল্যান্ড প্রকাশিত: ২০ জুলাই ২০২৩, ০৮:৩৯

অপেক্ষার আর মাত্র কয়েক ঘণ্টা। শুক্রবার থেকে শুরু হচ্ছে মেয়েদের বিশ্বকাপ। ভারতীয় সময় দুপুর সাড়ে বারোটায় অকল্যান্ডের ইডেন পার্কে নরওয়ের মুখোমুখি হচ্ছে অন্যতম আয়োজক দেশ নিউ জ়িল্যান্ড। গত বারের চ্যাম্পিয়ন আমেরিকার প্রথম ম্যাচ আগামী শনিবার। প্রতিপক্ষ ভিয়েতনাম। ৩২টি দেশকে নিয়ে শুরু হতে চলা বিশ্বকাপের ফাইনাল আগামী ২০ অগস্ট সিডনিতে।


অস্ট্রেলিয়া ও নিউ জ়িল্যান্ডে মেয়েদের বিশ্বকাপের উদ্বোধনের আগেই অবশ্য বিতর্ক শুরু হয়ে গিয়েছে ফুটবলারদের পারিশ্রমিক দেওয়া নিয়ে। গত জুনে ফিফার তরফে ঘোষণা করা হয়, বিশ্বকাপে অংশ নেওয়া প্রত্যেক ফুটবলারকে ৩০ হাজার মার্কিন ডলার দেওয়া হবে। অথচ প্রতিযোগিতা শুরু হওয়ার আগের দিন সন্ধেয় বিশ্বফুটবলের নিয়ামক সংস্থার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, ‘‘আমারা ফুটবলারদের সরাসরি অর্থ দেওয়ার কথা জানিয়েছিলাম ঠিকই। কিন্তু সব দেশের ফুটবল সংস্থাগুলি আমাদের অধীনে। তাই ফুটবলারদের অর্থ দেওয়া হবে অংশগ্রহণকারী দেশগুলির সংস্থার মাধ্যমেই। আশা করব, তারা নিজেদের ফুটবলারদের যথাযথ ভাবেই পারিশ্রমিক দেবে।’’ এমন ঘোষণার পরে শুরু হয়েছে বিতর্ক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও