স্মার্টওয়াচের ব্যাটারি দীর্ঘদিন ভালো থাকবে যেভাবে
বণিক বার্তা
প্রকাশিত: ২০ জুলাই ২০২৩, ০৯:০২
হাতঘড়ির পরিবর্তে বর্তমানে স্মার্টওয়াচের জনপ্রিয়তা বাড়ছে। এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন কোম্পানি নতুন সব ডিভাইস বাজারজাত করছে। সারা দিন স্বাস্থ্যের খেয়ালও রাখছে স্মার্টওয়াচ। কতক্ষণ হাঁটা হলো, ঘুমের পরিমাণ, পানি পানের পরিমাণ সবকিছুরই খেয়াল রাখে স্মার্টওয়াচ।
অন্যদিকে স্মার্টওয়াচে ২৪ ঘণ্টা হার্ট রেট মনিটর, ব্লাড অক্সিজেন সেন্সর, মেয়েদের জন্য পিরিয়ড সাইকেল ট্র্যাকার, স্লিপ মনিটর, ব্লাড প্রেসার মনিটর, ব্রেথ ট্রেইনার এবং অ্যাক্টিভিটি ট্র্যাকার দেয়া হয়েছে। স্মার্টওয়াচ এত খেয়াল রাখলেও এর যত্নের বিষয়ে উদাসীন সবাই। ঠিকমতো যত্ন না নিলে এবং সঠিক পদ্ধতিতে ব্যবহার না করলে স্মার্টওয়াচ বেশিদিন ব্যবহার করা যাবে না। এজন্য কিছু বিষয় জানিয়েছে মেক ইউজ অব ইট।
- ট্যাগ:
- প্রযুক্তি
- টিপস
- স্মার্টওয়াচ
- ব্যাটারি