দেশে ফিরেছেন ৭৫৫২৪ হাজি, মৃত্যু ১১১
বার্তা২৪
প্রকাশিত: ২০ জুলাই ২০২৩, ০৮:৪৭
সৌদি আরবে পবিত্র হজ পালন শেষে ৭৫ হাজার ৫২৪ জন হাজি দেশে ফিরেছেন। আর হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ১১১ জন হাজি মারা গেছে।
ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক।
তথ্যমতে, তিন এয়ারলাইন্সের মোট ১৯৭টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ৮৮, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৭৬ এবং ফ্লাইনাসের ফ্লাইট ৩৩টি।