ইনস্টাগ্রামের রিলস ভিডিও নির্মাতাদের জন্য সুখবর

প্রথম আলো প্রকাশিত: ২০ জুলাই ২০২৩, ০৭:৩২

ছোট আকারের ভিডিও তৈরি ও আদান-প্রদানের সুযোগ থাকায় অল্প সময়ের মধ্যেই বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে ইনস্টাগ্রামের রিলস ভিডিও। সর্বোচ্চ ৯০ সেকেন্ডের ভিডিওগুলোর দর্শকসংখ্যাও অনেক বেশি। তাই এবার সহজে রিলস ভিডিও তৈরির সুযোগ দিতে ‘টেমপ্লেট ব্রাউজার’ নামের নতুন টুল চালু করেছে মেটার মালিকানাধীন ছবি ও ভিডিও বিনিময়ের সামাজিক যোগাযোগমাধ্যমটি।


ইনস্টাগ্রামের তথ্যমতে, টেমপ্লেট ব্রাউজার টুলটিতে বিভিন্ন ভিডিওর ক্লিপ রয়েছে। ক্লিপগুলোতে নিজেদের ছবি বা ভিডিও যুক্ত করে সহজেই নতুন ভিডিও তৈরি করা যাবে। শুধু তা–ই নয়, ভিডিওগুলোতে পছন্দমতো শব্দ, গান, এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) সুবিধার ইফেক্টও যুক্ত করা যাবে। ফলে সময় নির্দিষ্ট করে দিলেই স্বয়ংক্রিয়ভাবে নতুন রিলস ভিডিও তৈরি হয়ে যাবে।


এক ব্লগ বার্তায় ইনস্টাগ্রাম জানিয়েছে, টেমপ্লেট ব্রাউজার টুলটি রিলস ভিডিও তৈরির জন্য ব্যবহারকারীদের অনুপ্রাণিত করবে। এর ফলে ব্যবহারকারীরা বর্তমানের তুলনায় আরও বেশি রিলস ভিডিও তৈরি করবেন। ফলে অন্য ব্যবহারকারীরাও ইনস্টাগ্রামে বেশি রিলস ভিডিও দেখার সুযোগ পাবেন।  

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও