![](https://media.priyo.com/img/500x/https://cdn.ajkerpatrica.net/contents/cache/images/720x0x1/uploads/media/2023/07/19/b7fcc48dccaebdc5dcd914573fe1b1ef-64b7d3b95275c.jpg)
দ্বিতীয় দফায়ও প্রধানমন্ত্রী হতে পারলেন না পিটা, স্থগিত সংসদ সদস্যপদও
থাইল্যান্ডের জাতীয় নির্বাচনে দারুণ সাফল্য অর্জন করেছিল দেশটির তরুণ নেতৃত্বের রাজনৈতিক দল মুভ ফরোয়ার্ড পার্টি। দলটির নেতা পিটা লিমজারোয়েনরাত প্রধানমন্ত্রী হওয়ার দৌড়েও ছিলেন। কিন্তু তার সেই আশা আপাতত অধরাই থেকে যাচ্ছে। কারণ, দেশটির পার্লামেন্ট দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী হওয়ার মনোনয়ন প্রত্যাখ্যান করেছে। একই সঙ্গে, দেশটির সাংবিধানিক আদালত পিটার সংসদ সদস্যপদও স্থগিত করেছে।
জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলের এক প্রতিবেদনে বলা হয়েছে, আজ বুধবার নতুন থাই প্রধানমন্ত্রী নির্বাচনে ভোট হওয়ার কথা ছিল। কিন্তু দেশটির পার্লামেন্ট পিটার প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাবে ভেটো দিয়েছে। পাশাপাশি নির্বাচনী অপরাধের অভিযোগে পিটার সংসদ সদস্যপদও স্থগিত করে দিয়েছে দেশটির সাংবিধানিক আদালত।