একই সাবান ব্যবহার করার ক্ষতি

চ্যানেল আই প্রকাশিত: ১৯ জুলাই ২০২৩, ১৭:০১

চলার পথে বাইরে আমরা হাজারও রোগজীবাণুর সম্মুখীন হই। বাসায় এসে প্রথমেই আমাদের হাত-পা ও মুখ ভালো করে সাবান দিয়ে ধুই। হাতের সেই ময়লা সাবানেই লেগে থাকে। আবার খাবার আগেও সেই সাবান দিয়েই হাত ধুই। শুধু একা না বরং পরিবারের সবাই একই সাবান ব্যবহার করছি।


তাহলে ভেবে দেখেছেন আমরা কি আসলে জীবাণুমুক্ত হচ্ছি নাকি জীবাণুযুক্ত হচ্ছি? ২০০৬ সালে ‘ইন্ডিয়ান জার্নাল অফ ডেন্টাল রিসার্চ’-এক গবেষণায় বলেছে, সাবানের উপরের স্তরে কম পক্ষে পাঁচ রকম ভাইরাসের অস্তিত্ব থাকতে পারে। ওই একই বিষয়ে ২০১৫ সালে আবার একটি সমীক্ষা চালায় ‘আমেরিকান জার্নাল অফ ইনফেকশন কন্ট্রোল’। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও