You have reached your daily news limit

Please log in to continue


যে ১৩ দৃশ্য ধারণের জন্য জীবনের ঝুঁকি নিয়েছিলেন টম ক্রুজ

জুলাইয়ের ৩ তারিখ ৬১ বছর বয়স পূর্ণ করলেন টম ক্রুজ। তবে তার কাজকারবার দেখে মনে হবার জো নেই তিনি বুড়ো বয়সের কোঠায় পা দিয়েছেন। সিনেমার অ্যাকশন দৃশ্যগুলোর জন্য টম ক্রুজ ইতোমধ্যে কিংবদন্তিতুল্য হয়ে উঠেছেন। পরিচালক ক্রিস্টোফার ম্যাককোয়ারি খোদ জানিয়েছেন, টম ক্রুজ তার সিনেমার শ্যুটিংয়ের মারদাঙ্গা দৃশ্যগুলোর জন্য জীবনের ঝুঁকি নেন। ম্যাককোয়ারির দাবি অমূলক ভাবার অবকাশ নেই, কারণ তিনি তিনটে মিশন: ইম্পসিবল সিনেমা পরিচালনা করেছেন।

বলা বাহুল্য, সিমোর সেটে এ ধরনের কাজ করার জন্য অনেক লোক আর বিশেষজ্ঞরা থাকেন — কিন্তু লাফানো, লড়াই করা, দৌড়ানো, গোলাগুলি ইত্যাদি দৃশ্য হলেই টম ক্রুজ প্রায়ই যেচে গিয়ে সেগুলো নিজেই করার জন্য প্রস্তাব দেন। এসব দৃশ্য শ্যুটিংয়ের সময় অবশ্যই যথাযথ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়, কিন্তু তা-তেও দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কিছুটা থেকে যায়। আর সেরকম ঘটেছিলও বেশ কয়েকবার। জীবনের ঝুঁকি নিয়ে টম ক্রুজ-এর অ্যাকশন দৃশ্যের শ্যুটিংয়ের এরকম ১০টি ঘটনার কথা উল্লেখ করা হলো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন