কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


অন্তর্মুখী ও বহির্মুখী স্বভাবের ব্যক্তিদের সম্পর্কে ৪টি মিথ নিয়ে যা বলছে গবেষণা

অন্তর্মুখী ও বহির্মুখী স্বভাবের ব্যক্তিদের সম্পর্কে ৪টি মিথ নিয়ে যা বলছে গবেষণা 
অনেকেরই ধারণা, বহির্মুখী স্বভাবের মানুষেরা বাইরের জগত অন্বেষণে এবং রোমাঞ্চকর কাজ করতে বেশি আগ্রহী; অন্যদিকে অন্তর্মুখী স্বভাবের মানুষেরা আপন খেয়াল-খুশির ও চিন্তার জগতে ডুবে থাকতে পছন্দ করেন। কিন্তু দুর্ভাগ্যবশত, বিজ্ঞান বলছে যে উল্লিখিত উক্তি বাস্তবে সবসময় প্রয়োগ ঘটে না।
প্রতীকী ছবি/সংগৃহীত

প্রথমবার যখন ব্রিটিশ বিলিয়নিয়ার রিচার্ড ব্র্যানসনের সঙ্গে আমার দেখা হলো, তখন ধরেই নিয়েছিলাম যে তার ভাবভঙ্গি হবে সেই অ্যাডভেঞ্চারপাগল এক বিলিয়নিয়ারের মতোই, হয়তো তার চলন-বলনেই প্রকাশ পাবে রাজকীয় ভাব। কিন্তু অবাক হয়ে দেখলাম, এই ব্রিটিশ বিজনেস ম্যাগনেট একটু লাজুক প্রকৃতির, অন্তত প্রথম দেখায় তা-ই মনে হয়েছে।

তিনি প্রাণবন্ত, চিন্তাশীল এবং বুদ্ধিমান ব্যক্তি- এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যদিও তিনি অ্যাডভেঞ্চার পছন্দ করেন, তবুও স্পষ্ট বোঝা গিয়েছে যে রিচার্ড ব্র্যানসন একজন ইন্ট্রোভার্ট বা অন্তর্মুখী স্বভাবের মানুষ। এতে অবশ্য আমি খুব অবাক হইনি; কারণ আপনি অন্তর্মুখী না বহির্মুখী স্বভাবের- এর সঙ্গে জনসমক্ষে আপনার কার্যকলাপের কোনো সম্পর্ক নেই বললেই চলে।

চলুন দেখে নেওয়া যাক, কর্মস্থলে অন্তর্মুখী ও বহির্মুখী স্বভাবের মানুষদের নিয়ে আরও কি কি মিথ বা ভুল ধারণা রয়েছে:

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন