পূর্বাভাসের চেয়ে বাংলাদেশের প্রবৃদ্ধি বেশি: এডিবি
আমদানি ও রপ্তানির প্রেক্ষাপটে ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধির যে পূর্বাভাস এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) দিয়েছিল তার তুলনায় প্রবৃদ্ধি বেশি হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
গত এপ্রিলে এডিবির পূর্বাভাসে বলা হয়েছিল, ২০২২-২৩ অর্থবছরের বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৫ দশমিক ৩ শতাংশ।
আজ বুধবার সংস্থাটির প্রতিবেদনে এ তথ্য জানিয়ে বলা হয়, ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশের ৬ শতাংশ প্রবৃদ্ধি দেশটির রপ্তানিতে বলিষ্ঠ অবস্থার আভাস দেয়।
গত অর্থবছরে বাংলাদেশে আমদানি প্রত্যাশার চেয়ে কম হয়েছে এবং রপ্তানি প্রবৃদ্ধি কমে যাওয়া নিয়ে যে আশঙ্কা করা হয়েছিল তা ততটা কমেনি।