You have reached your daily news limit

Please log in to continue


জোড়া লাগানো শরীর নিয়ে জন্ম ফাতেমা ও জান্নাতের

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের পূর্ব চরপাড়া গ্রামের আল আমিন ও ফরিদা বেগম দম্পতির যমজ মেয়েসন্তান হয়েছে ৩ জুলাই। আনন্দের বদলে পরিবারে এখন দুশ্চিন্তা। ফাতেমা ও জান্নাত নামের দুই মেয়ের বুক ও পেট পরস্পরের সঙ্গে লাগানো। চিকিৎসক নবজাতক দুটিকে ঢাকায় নিয়ে চিকিৎসা করানোর কথা বললেও তাঁদের কাছে কোনো টাকা নেই।

আজ বুধবার সকাল সোয়া ১০টার দিকে পূর্ব চরপাড়া গ্রামে আল আমিন ও ফরিদা দম্পতির বাড়িতে গিয়ে দেখা যায়, কৌতূহলী মানুষ ওই বাড়িতে ভিড় করেছেন।

নবজাতকদের মা ফরিদা বেগম বলেন, প্রতিদিন শত শত মানুষ ফাতেমা ও জান্নাতকে দেখতে আসেন। ভালো লাগে না। জন্মের পর মেয়েদের বুকের দুধ পান করাতে না পেরে প্রচণ্ড কষ্ট পাচ্ছেন তিনি। দুই মেয়ের শরীরের সামনের অংশ এমনভাবে জোড়া লাগানো যে বুকের দুধ খাওয়ানো যায় না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন