You have reached your daily news limit

Please log in to continue


রাম-সীতা রূপে রণবীর-আলিয়া, শুরু হতে যাচ্ছে শ্যুটিং

রামায়ণের গল্প অবলম্বনে ফের বড় পর্দায় নতুন একটি ছবি, নতুন একটি প্রজেক্ট আসতে চলেছে। এই ছবির প্রযোজনা করবেন নীতিশ তিওয়ারি। মধু মন্টেনা এবং নমিত মালহোত্রা একত্রে এই প্রজেক্টের প্রযোজনা করবেন। মুখ্য ভূমিকায় দেখা যাবে রণবীর কাপুর, আলিয়া ভাট এবং দক্ষিণী তারকা যশকে। এটি যে আগামীর অন্যতম সেরা প্রজেক্ট হতে চলেছে সেটা বলাই যায়।

এই ছবিটি ট্রিলজি হিসেবে মুক্তি পাবে। এটির প্রসঙ্গে এর আগে পিঙ্কভিলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে মধু মন্টেনা বলেন, ২০২৩ -এর শেষ কোয়ার্টার থেকে শুরু হয়ে যাবে এই ছবির কাজ। এবার এই প্রজেক্টের সম্পর্কে আরও একটি তথ্য প্রকাশ্যে এল। ইতিমধ্যেই এই ছবির কাজ আলিয়ারা সকলেই শুরু করে দিয়েছেন বলেই খবর। আপাতত তাঁরা নাকি সামনেই একটি টেস্ট শুট করবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন