চট্টগ্রাম-ঢাকা রেলপথ দুই লেইনে উন্নীত
চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত ৩২৭ কিলোমিটার রেলপথ দুই লেইনে উন্নীত হয়েছে।
এর ফলে নিরবচ্ছিন্ন ট্রেন পরিচালনা করা যাবে এবং ট্রেনের গতি বৃদ্ধির পাশাপাশি ট্রেনের সংখ্যাও বৃদ্ধি করা যাবে বলে মন্তব্য করেছেন রেলওয়ের কর্মকর্তারা।
রেলওয়ে সূত্রে জানা যায়, ২০০৬-২০১৮ সাল পর্যন্ত ১২ বছরে টঙ্গী থেকে ভৈরব বাজার পর্যন্ত ৬৪ কিলোমিটার রেলপথ দুই লেইনে উন্নীত করা হয়। ২০১৮ সালে লাকসাম থেকে মীরসরাইয়ের চিনকি আস্তানা পর্যন্ত ৬১ কিলোমিটার রেলপথ দুই লেইনে উন্নীত করা হয়।
এছাড়া আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত ৭২ কিলোমিটার রেলপথ দুই লেইনে উন্নীত করার কাজ শুরু হয়, যা শেষ হয়েছে সম্প্রতি।
২০১৪ সালে ৬,৫০৪.৫৫ কোটি টাকা ব্যয়ে আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত দুই লেইন রেলপথ নির্মাণ এবং বিদ্যমান রেল লাইনকে দুই লেইনে রূপান্তরের কাজ শুরু হয়। এই প্রকল্পে এডিবি প্রায় ৫,৪৭৭.৮৮ কোটি টাকা ঋণ দিয়েছে। ২০২০ সালের জুনে কাজ শেষ হওয়ার কথা থাকলেও নানান জটিলতা ও প্রকল্পের পরিধি বৃদ্ধির কারণে মেয়াদ গত জুন পর্যন্ত বাড়ানো হয়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- রেলপথ নির্মাণকাজ