জনগণ কাকে প্রতিনিধি নির্বাচন করেন?

দেশ রূপান্তর আন্দালিব রাশদী প্রকাশিত: ১৯ জুলাই ২০২৩, ১২:৪২

ডিসক্লেইমার : এই লেখাটির সঙ্গে বাংলাদেশের কোনো প্রকাশ্য বা গুপ্ত সম্পর্ক নেই।


একজোড়া কঠিন প্রশ্ন


প্রথম প্রশ্ন : সদ্য গর্ভবতী এক মহিলার সন্তান সংখ্যা আট। এর মধ্যে তিনজন বধির, দুজন অন্ধ, একজন মানসিক প্রতিবন্ধী। গর্ভবতী মহিলা নিজেও সিফিলিস রোগে আক্রান্ত। তার ব্যাপারে আপনার পরামর্শ কী তার কি গর্ভপাতের আশ্রয় নেওয়া উচিত?


একটু ভাবুন। উত্তর দিতে চেষ্টা করুন। নিচে আরও কী লেখা হয়েছে তা পড়ার আগে আর একটা প্রশ্নের উত্তর দিন।


দ্বিতীয় প্রশ্ন : পৃথিবীর জন্য নতুন নেতা নির্বাচন করতে হবে। আপনার ভোট অত্যন্ত মূল্যবান। গণতান্ত্রিক ব্যবস্থায় মূর্খ ও জ্ঞানীর ভোটের দাম সমান। বিশপের ভোট আর ছিঁচকে চোরের ভোটে পার্থক্য নেই। রাজকন্যা আর যৌনকর্মীর ভোটের কোনো তফাৎ নেই। সবার ভোটেই জনপ্রতিনিধি নির্বাচিত হন।


এখন আপনার সামনে তিনজন প্রার্থীর বিবরণ পেশ করা হচ্ছে। আপনার ভোট আপনি দেবেন, যাকে খুশি তাকে দেবেন। কোনো বাধ্যকতা নেই। সত্যিকারের গণতান্ত্রিক পরিবেশ বজায় আছে। কিন্তু ভোট কাকে দেবেন?


পদপ্রার্থী ১ : ধুরন্ধর রাজনৈতিক ব্যক্তিবর্গের সঙ্গে সম্পৃক্ত; ভাগ্য গণনাকারীর ওপর তার অঢেল আস্থা; তিনি মদ্যপ ও চেইন স্মোকার। তার দুজন উপপতœী।


পদপ্রার্থী ২ : দুবার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে, দুপুর পর্যন্ত ঘুমান, কলেজ জীবনে আফিম সেবন করেছেন; প্রতিদিন সন্ধ্যায় ১.১৪ লিটার হুইস্কি পান করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও