বিশ্ব আরচারিতে নেই রোমান সানা

সমকাল প্রকাশিত: ১৯ জুলাই ২০২৩, ১১:০২

শর্তসাপেক্ষে বাংলাদেশ আরচারি ফেডারেশন তাঁকে খেলার অনুমতি দেয়। তারই ধারাবাহিকতায় জাতীয় আরচারিতে তীর-ধনুক হাতে স্বর্ণও জিতেছিলেন রোমান সানা। কিন্তু ক্যাম্পে সতীর্থ এক নারী আরচারের সঙ্গে অখেলোয়াড়সুলভ আচরণ করায় আন্তর্জাতিক আরচারি ফেডারেশন তাঁকে নিষিদ্ধ করে। দেশসেরা আরচারের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য বিশ্ব আরচারির নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তাদের সঙ্গে অনেক দিন ধরেই যোগাযোগ করে আসছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল।


দেশের আরচারি নিয়ন্ত্রক সংস্থার কর্তাদের বিশ্বাস ছিল, ৩১ জুলাই থেকে ৬ আগস্ট বার্লিনে অনুষ্ঠেয় বিশ্ব আরচারি চ্যাম্পিয়নশিপে খেলতে পারবেন রোমান। সে জন্য বাংলাদেশ আরচারি দলে রাখা হয় তাঁকে। কিন্তু ওয়ার্ল্ড আরচারি ফেডারেশন থেকে কোনো ইতিবাচক জবাব পায়নি বাংলাদেশ আরচারি ফেডারেশন। গতকাল পর্যন্ত অপেক্ষা করে ফেডারেশন; কিন্তু মঙ্গলবারও কোনো সাড়া মেলেনি। তাই জার্মানির বার্লিনে অনুষ্ঠেয় বিশ্ব আরচারিতে খেলা হচ্ছে না রোমান সানার।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও