বিভেদ ভুলে বাচ্চুর প্রচারে নাছির
চট্টগ্রামে আওয়ামী লীগের রাজনীতি দুই ধারায় বিভক্ত। এক ধারার নেতৃত্বে রয়েছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। আরেকটি ধারা রয়েছে নগর আওয়ামী লীগের সাবেক সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর নামে। সাবেক মেয়র মহিউদ্দিনের মৃত্যুর পর তাঁর বড় ছেলে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে ঘিরে চলে এই ধারার নেতাকর্মীর কার্যক্রম। তবে নিজের গ্রুপ থাকার কথা অস্বীকার করেন উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
দলটির নেতাকর্মীরা বলেন, নওফেল গ্রুপের অন্যতম একজন হলেন মহানগর যুবলীগের সাবেক সভাপতি মো. মহিউদ্দিন বাচ্চু। সে কারণে দীর্ঘদিন থেকে নাছিরের সঙ্গে বাচ্চুর বিভেদ ও দূরত্ব। বলা যায়, ‘দা-কুমড়া’ সম্পর্ক। এদিকে চট্টগ্রাম-১০ (হালিশহর-ডবলমুরিং) আসনে উপনির্বাচনে দলের মনোনয়ন পেয়েছেন মহিউদ্দিন বাচ্চু। এরই মধ্যে শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা। নেতাকর্মী ও সমর্থকদের অবাক করে বাচ্চুর এই নির্বাচনী প্রচারে ‘প্রধান’ হয়ে উঠেছেন আ জ ম নাছির! বাচ্চুকে নিয়ে প্রতিদিন নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন তিনি। বিষয়টি দলে ও দলের বাইরে অনেকের নজর কেড়েছে, চলছে নানামুখী আলোচনা।