You have reached your daily news limit

Please log in to continue


কাঁচা পাটের মজুত ঠেকাতে বাজার পর্যবেক্ষণ হচ্ছে: বস্ত্র ও পাটমন্ত্রী

কাঁচা পাটের মজুত ঠেকানো এবং দাম সহনীয় পর্যায়ে রাখতে বাজার পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। তিনি বলেছেন, লাইসেন্সবিহীন অসাধু ব্যবসায়ীদের কাঁচা পাট ক্রয়-বিক্রয় ও মজুত থেকে বিরত রাখা, ভেজা পাট ক্রয়-বিক্রয় রোধ করা এবং বাজারে কাঁচা পাটের সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কর্মকর্তাদের।

মঙ্গলবার বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনের (বিজেএসএ) একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন মন্ত্রী। সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে বিজেএসএর চেয়ারম্যান ও সংসদ সদস্য শেখ কফিল উদ্দিন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদ হোসেন, আকিজ জুট মিলসের চেয়ারম্যান শেখ নাসিরউদ্দিনসহ বিজেএসএর নেতা এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন