এডিস মশা যে আচরণ বদলে ফেলেছে, তা জানা গেল যেভাবে
বছর চারেক আগের কথা। অধ্যাপক কবিরুল বাশার একদিন খেয়াল করলেন, এডিস মশা রাতেও কামড়াচ্ছে। ওই স্থানে বৈদ্যুতিক আলো বেশি থাকায় এমনটি হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করেন তিনি। তবে অনুমানের মধ্যে আটকে না থেকে একটি গবেষণার কথা ভাবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের এই অধ্যাপক।
মশা ও মশাবাহিত রোগ নিয়ে দীর্ঘ ২৩ বছর গবেষণা করছেন কবিরুল বাশার। এই কীটতত্ত্ববিদের নেতৃত্বেই একটি গবেষণা দল দেশের পাঁচটি অঞ্চলে তিন বছর ধরে মশার বংশবিস্তার নিয়ে গবেষণা করেন। এই গবেষণাতেই জানা গেছে, এডিস মশার আচরণে পরিবর্তন এসেছে। ডেঙ্গুবাহক এডিস শুধু দিনে নয়, রাতেও কামড়ায়।
কবিরুল বাশার বলেন, ‘এডিস মশা শুধু দিনে কামড়ায় বলে আমরা জানতাম। আমি নিজেও সেটি বলে এসেছি বহুদিন। এই মশা সাধারণত সূর্যোদয়ের পর এবং সূর্যাস্ত যাওয়ার আগে বেশি কামড়ায়। তবে রাতেও এই মশা মানুষকে কামড়ায় কিন্তু সেটার হার তুলনামূলক কম।’
গবেষণাটি কীভাবে করা হয়েছে জানতে চাইলে কবিরুল বাশার বলেন, ‘এডিস মশা রাতে কামড়ায় কি না, এটি পরীক্ষার জন্য আমি একজন মানুষকে মশারির ভেতরে রাখি। তখন তাকে কামড়াতে আসা মশাগুলোকে জীবিত ধরে ধরে একটি কাপে সংগ্রহ করি। তারপর সেই মশাগুলোকে পরীক্ষাগারে এনে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে মাইক্রোস্কোপের নিচে এনে দেখি এগুলো কোন প্রজাতির মশা। পরীক্ষায় এসব মশার কামড়ানোর ধরন, কামড়ানোর সময় বা কর্মকাণ্ডের ধরন একেক রকম দেখতে পাই। পরে দেখা যায়, রাতের বেলা কামড়ানো মশাগুলোর মধ্যে এডিস মশাও আছে। তবে রাতের বেলায় এই মশার কামড়ানোর হার কিছুটা কম থাকে।’