কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


বিএনপি ও বিরোধী দলগুলোর নতুন কর্মসূচি আসছে বুধবার

সরকার পতনের এক দফা আন্দোলনের প্রথম কর্মসূচি শেষে সন্তুষ্টি প্রকাশ করেছেন বিএনপি ও দলটির সঙ্গে যুগপতে যুক্ত বিরোধী রাজনৈতিক দলগুলো। রাজধানীর আটটি পয়েন্টে অনুষ্ঠিত পদযাত্রায় মানুষের অংশগ্রহণ নিয়ে ইতিবাচক মনোভাব যুগপতে যুক্ত রাজনৈতিক দল ও জোটের। তারা মনে করে, সরকার পতনের বিক্ষোভে নেমেছে মানুষ। এরই প্রতিফলন দেখা গেছে পদযাত্রায়। প্রথম দিনের কর্মসূচি নিয়ে সন্তুষ্ট হলেও পদযাত্রার দ্বিতীয় দিনে (বুধবার) নতুন কর্মসূচি ঘোষণা করবে বিএনপি ও বিরোধী দলগুলো।

মঙ্গলবার (১৮ জুলাই) বিএনপি ও একাধিক বিরোধী দলের প্রধানদের সঙ্গে আলাপকালে এসব বিষয় উঠে আসে। নেতারা এও মনে করেন, কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকার বাইরে দুই জনের মৃত্যু, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, রংপুরে হামলা, রাজধানীতে সংঘর্ষের ঘটনা অস্বাভাবিক। মঙ্গলবার দিনব্যাপী সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনীর আচরণকে গভীরভাবে পর্যবেক্ষণ করার পাশাপাশি নেতাদের কেউ কেউ এর পেছনে ‘রহস্যের’ সন্ধান করছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন