You have reached your daily news limit

Please log in to continue


থাকার জায়গা নেই, টয়লেটে বাস করছে ৫ সদস্যের পরিবার

টয়লেট, এই শব্দটি শুনলে শুরুতেই মানুষের মাথায় আসে এমন এক জায়গার কথা, যেখানে মানুষ তার মানবীয় প্রয়োজন পূরণ করেন। কিন্তু এখানেও কি মানুষ বসবাস করতে পারে! হ্যাঁ, এমনই এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায়। 

পীরগঞ্জ উপজেলার জখতা গ্রামের শরিফা বেগম নামে এক নারী কোথাও আশ্রয় না পেয়ে তার স্বামী ও দুই ছেলেসহ টয়লেটে বসবাস করছেন। পৌরসভার সরকারি পাবলিক টয়লেটে বসবাস করেছেন ৫ সদস্যের এই পরিবারটি। গত ৪ মাস যাবত পৌরসভার পাবলিক টয়লেটেই বসবাস করে আসছেন তারা।

শরিফা বেগম দীর্ঘদিন বাবা-মা ও স্বামীসহ ঢাকায় বসবাস করছিলেন। শরিফার বাবা গুরুতর অসুস্থ হলে নিজ জেলায় চলে আসেন তিনি। শরিফা পরিবার নিয়ে বসবাস করতেন একটি মাটির কাঁচা ঘরে। কিন্তু গত বছর ঝড়ে তাদের কাঁচা ঘরটি লন্ডভন্ড হয়ে যায়। পরে তারা কয়েকমাস প্রতিবেশীদের বাসায় থাকলেও, একসময় সেখানে থাকারও কোনো উপায় না পেয়ে সবশেষ নিরুপায় হয়ে আশ্রয় নেন টয়লেটে। গত ৪ মাস যাবত পরিবারটি পৌরসভার পাবলিক টয়লেটেই বসবাস করে আসছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন