You have reached your daily news limit

Please log in to continue


গান বাজিমাত করেছে বলেই দর্শক সিনেমাগুলো দেখেছেন: কোনাল

সোমনূর মনির কোনাল। তারকা কণ্ঠশিল্পী। ঈদে মুক্তিপ্রাপ্ত ‘প্রিয়তমা’ সিনেমায় তাঁর গাওয়া ‘প্রিয়তমা’ গানটি শ্রোতাপ্রিয়তা পেয়েছে। নতুন গান ও অন্যান্য প্রসঙ্গে কথা হয় এই শিল্পীর সঙ্গে‘প্রিয়তমা’ গানটি শ্রোতারা বেশ পছন্দ করছেন। প্লেব্যাকে ধারাবাহিক সাফল্য কীভাবে দেখছেন?

মাঠঘাট, পাড়া-মহল্লা সব জায়গায় বাজছে গানটি। ভালোই লাগছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এটি নিয়ে কথা হচ্ছে। টিকটকেও মজেছেন প্রচুর মানুষ। হাজারো শ্রোতা এটি কভার করেছেন। শিল্পী জীবনে সার্থকতা আসলে এখানেই। গানের শিল্পী হিসেবে এটি আমাকে অন্য রকম ভালো লাগায় ভরিয়ে দিয়েছে। গানটি ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে অবস্থান করছে। নির্মাতা হিমেল আশরাফসহ প্রিয়তমা টিমকে ধন্যবাদ জানাতে চাই। শাকিব খানের সঙ্গে ইধিকা পালের অসাধারণ রসায়ন গানটির মধ্যে ফুটে উঠেছে। বালাম ভাইও অসাধারণ গেয়েছেন। আমার গাওয়া অংশটি গেছে ইধিকার ঠোঁটে। তাঁর সুন্দর অভিব্যক্তির সঙ্গে ‘প্রিয়তমা’ মানিয়েছে বেশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন