কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কিশোরগঞ্জে বিএনপির পদযাত্রায় পুলিশের বাধা, কাঁদানে গ্যাস, আহত শতাধিক

www.ajkerpatrika.com কিশোরগঞ্জ প্রকাশিত: ১৮ জুলাই ২০২৩, ১৮:০৪

কিশোরগঞ্জে বিএনপির পদযাত্রায় পুলিশ বাধা দিলে দলটির নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার দুপুরে জেলা শহরের রথখোলা এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশের ছোড়া কাঁদানে গ্যাস ও লাঠিপেটায় বিএনপির শতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন। তা ছাড়া বিএনপির কর্মীদের ছোড়া ইটের আঘাতে আহত হয়েছেন পুলিশের অন্তত ১০ সদস্য।


স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সরকার পতনের এক দফা দাবি আদায়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রায় অংশ নিতে সকাল থেকে নেতা-কর্মীরা মিছিলসহ শহরের গুরুদয়াল সরকারি কলেজ মাঠে জড়ো হয়। দুপুর সোয়া ১২টার দিকে জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমের নেতৃত্বে মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পুরোনো স্টেডিয়ামের দিকে যাচ্ছিল।


দুপুর সোয়া ১২টার দিকে বিশাল মিছিল নিয়ে গুরুদয়াল কলেজ মাঠ থেকে শহরের রথখোলা এলাকায় গিয়ে পুরোনো স্টেডিয়ামের উদ্দেশে পদযাত্রা শুরু করে। রথখোলা মাঠের এখানে গেলে পুলিশ মিছিলে বাধা দেয়। এ সময় বিএনপির নেতা-কর্মীরা পুলিশের বাধা ঠেলে সামনে এগোতে চাইলে দুই পক্ষে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে পুলিশের ওপর দলের কর্মীরা ইটপাটকেল ছুড়তে থাকে। পরে পুলিশ রাবার বুলেট, কাঁদানে গ্যাস ও লাঠিপেটা করে। এ সময় পুলিশের পক্ষ থেকে ৭৭ রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়।


এ সময় শহরের রথখোলা থেকে আখড়াবাজার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় দলের ক্ষুব্ধ কর্মীরা কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদের গাড়ি ভাঙচুর করেন। তা ছাড়া দুই পক্ষের সংঘর্ষে মানবজমিনের স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম আহত হন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও