রান পেলেই সহজ মনে হয়, না পেলে কঠিন: হৃদয়

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১৮ জুলাই ২০২৩, ১৭:৪৮

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই আলো ছড়াচ্ছেন তাওহীদ হৃদয়। গত বছর মার্চে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে প্রথমবার বাংলাদেশের জার্সি পরেন। ওই মাসেই আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেক ম্যাচে দ্যুতি ছড়ানো হৃদয় ধারাবাহিকতা ধরে রেখেছেন আফগানিস্তান সিরিজ পর্যন্ত। যেভাবে রান করছেন, তাতে করে মনে হতে পারে তার জন্য রান করা মোটেও কঠিন কোন কাজ নয়। যদিও হৃদয় জানিয়েছেন ভিন্ন কথা।


আয়ারল্যান্ডের বিপক্ষে ৯২ রানের ইনিংস খেলে গড়েছিলেন দেশের পক্ষে অভিষেকে সর্বোচ্চ রানের রেকর্ড। এরপর ধারাবাহিকভাবে রান করে চলছেন এই তরুণ ব্যাটার। পিছিয়ে নেই টি-টোয়েন্টি ক্রিকেটেও। সবশেষ সিরিজে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে খেলেছিলেন ৪৭ রানের ম্যাচ জয়ী ইনিংস। সব মিলিয়ে ৯ ওয়ানডেতে প্রায় ৫০ গড়ে ও টি-টোয়েন্টিতে ২৬ গড়ে রান করেছেন এই মিডল অর্ডার ব্যাটার।১৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলা হৃদয় মনে করেন রান করা মোটেও সহজ কোনও কাজ নয়, ‘না, সহজ না। রান পেলেই সহজ মনে হয়, না পেলে কঠিন। এটাই স্বাভাবিক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও