জ্বরের পরে মুখে অরুচি ভাব? কাটাতে কী খাবেন

সমকাল প্রকাশিত: ১৮ জুলাই ২০২৩, ১৬:৩১

যেকোনো মৌসুমে জ্বর দেখা দিলেও বর্ষায় এর প্রকোপ বেড়ে যায়। ঘরে ঘরে এখন রোগী। জ্বর , সর্দি, কাশি থেকে শুরু করে দেখা দিচ্ছে নানা জটিলতা। এই সময় সুস্থ থাকতে কী করবেন বুঝে উঠতে পারছেন না কেউই। সতর্ক থাকা সত্ত্বেও জ্বরে ভুগছেন অনেকে।বেশিরভাগ জ্বরের একটি উপসর্গ হলো জিভে তিক্ত স্বাদ।


এই উপসর্গে কোনও খাবারই খেতে রোগীর ভালো লাগে না। সব খাবারেই সে তেতো ভাব টের পায়। ফলে কোনও খাবারের আলাদা করে স্বাদ তার জিভে লাগে না। এ কারণে সে খেতেও চায় না। এ পরিস্থিতিতে জ্বর হলে এবং জিভের স্বাদ তেতো হলে স্বাদ ফেরাতে কিছু খাবার খেতে পারেন। টমেটো স্যুপ: টমেটোর স্যুপ যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যের জন্যও উপকারী। এটি ভিটামিন সমৃদ্ধ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও