You have reached your daily news limit

Please log in to continue


গ্রহণযোগ্যতা নিরীক্ষণের পরেই রূপপুরে জ্বালানি সরবরাহ

ঢাকা: জ্বালানির গ্রহণযোগ্যতা নিরীক্ষণ এবং নির্ধারিত সব ধাপ সম্পূর্ণ করার পর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র (আরএনপিপি) প্রকল্পের জ্বালানি সরবরাহ করার প্রস্তুতি চলছে। মঙ্গলবার (১৮ জুলাই) পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে জ্বালানি ডেলিভারি একটি জটিল ও বহু স্তর বিশিষ্ট প্রক্রিয়া বলে উল্লেখ করেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের পরিচালক এবং এতমস্ত্রয় এক্সপোর্ট ভাইস-প্রেসিডেন্ট আলেক্সি দেইরি।

তিনি জানান, এ প্রক্রিয়ায় সব আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড অনুসরণ করাটা বাধ্যতামূলক। জ্বালানির গ্রহণযোগ্যতা নিরীক্ষণ এবং নির্ধারিত সব ধাপ সম্পূর্ণ না করা পর্যন্ত জ্বালানির শিপমেন্ট করা হবে না। তিনি আরও জানান, অদূর ভবিষ্যতে রাশিয়ার নভোসিবিরস্কে এই গ্রহণযোগ্যতা নিরীক্ষণ বা এক্সসেপটেন্স ইন্সপেকশন করা হবে। মঙ্গলবার (১৮ জুলাই) রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন-রোসাটমের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রোসাটম এ প্রকল্পটি বাস্তবায়ন করছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন