You have reached your daily news limit

Please log in to continue


জাতীয়করণের দাবিতে শিক্ষকদের সড়ক অবরোধ, যাত্রীদের ভোগান্তি

ঢাকা: দেশের মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে শ্রেণি কার্যক্রম বন্ধ রেখে অষ্টম দিনের মতো ঢাকায় অবস্থান কর্মসূচি পালন করছেন মাধ্যমিকের শিক্ষকরা।   বাংলাদেশ শিক্ষক সমিতির ডাকে মঙ্গলবার (১৮ জুলাই) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে গত ৮ দিন ধরে এ কর্মসূচি পালিত হচ্ছে।

এতে এই সড়কে চলাচলকারী যাত্রীরাও ভোগান্তিতে পড়েছেন। সরেজমিনে দেখা গেছে, প্রেসক্লাবের সামনের দুপাশের সড়ক অবরোধ করেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষকরা। এতে করে ভোগান্তিতে পড়েছেন এই পথে চলাচলকারী যাত্রীরা। সেখানে শেখ রফিকুল ইসলাম নামের এক যাত্রী বাংলানিউজকে বলেন, আমি যাব মতিঝিল। কিন্তু, এই সড়কে যান না চলাচল করায় হেঁটেই যেতে হচ্ছে। এদিকে,আন্দোলনকারী শিক্ষকেরা বলছেন, প্রথমে কিছুসংখ্যক শিক্ষক এই কর্মসূচি শুরু করলেও আজ থেকে বিদ্যালয়ের ক্লাস বন্ধ রেখে এ কর্মসূচি শুরু করেছেন তারা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন