You have reached your daily news limit

Please log in to continue


বাংলাদেশের বিপক্ষে সূচি ঘোষণা করল নিউজিল্যান্ড ক্রিকেট

আগামী ১৭ ডিসেম্বর ডানেডিনের ইউনিভার্সিটি অব ওটাগো ওভালে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে বাংলাদেশের নিউজিল্যান্ড সফর। ভবিষ্যৎ সফরসূচির (এফটিপি) অংশ এ সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে নিউজিল্যান্ড যাবে বাংলাদেশ। আজ সামনের মৌসুমের সূচি ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট।

এ মৌসুমে বাংলাদেশ ছাড়াও কিউইরা খেলবে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে। এ ছাড়া মেয়েদের দল খেলবে পাকিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে। ডানেডিন, নেলসন, নেপিয়ার ও মাউন্ট মঙ্গানুই—এ চারটি ভেন্যুতে নিউজিল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের ছয়টি ম্যাচ খেলবে বাংলাদেশ। বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়েই মৌসুম শুরু করবে নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ড ক্রিকেট জানিয়েছে, এ মৌসুমে ১০টি ‘ডাবল-হেডার’ রেখেছে তারা। অর্থাৎ, একই মাঠে পরপর দুটি ম্যাচ। ভিন্ন ভিন্ন দর্শকের চাহিদা ও জলবায়ু পরিবর্তনের যুগে খেলার সূচি আরও কার্যকর করতে এ পদক্ষেপ নিচ্ছে তারা।

বাংলাদেশের সঙ্গে যেমন নেপিয়ারে পরপর দুটি ম্যাচ খেলবে নিউজিল্যান্ড—২৩ ডিসেম্বর তৃতীয় ওয়ানডের পর ২৭ ডিসেম্বর হবে প্রথম টি-টোয়েন্টি। শেষ দুটি টি-টোয়েন্টি যেমন হবে মাউন্ট মঙ্গানুইয়ে। ৩১ ডিসেম্বর বছরের শেষ ম্যাচটি সেখানেই খেলবে তারা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন