![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2023-07%252F682b76c4-bd19-4776-87cd-aef19874f898%252F266767998_217035490607693_7527402204370100814_n.jpg%3Frect%3D0%252C0%252C1440%252C756%26w%3D1200%26ar%3D40%253A21%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26mode%3Dcrop%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2022-01%252F18c58c05-9e66-46f3-8946-4437460f8f90%252FBanner_7814X143.jpg%26overlay_position%3Dbottom%26overlay_width_pct%3D1)
গায়িকা থেকে নায়িকা
কিছুদিন আগেই মোহনলালের ‘বৃষভ’ ছবিতে অভিনেতা সঞ্জয় কাপুরের কন্যা শানায়া কাপুরের অভিনয় করার খবর উঠে এসেছিল। এবার এই প্যান ইন্ডিয়া ছবির সঙ্গে আরেক তারকা-কন্যার নাম জুড়ে গেছে। সংগীতশিল্পী ও অভিনেত্রী সালমা আঘার মেয়ে পপ তারকা জারা এস খানেরও এই প্যান ইন্ডিয়া ছবিতে অভিষেক হতে চলেছে। জানা গেছে, ছবিতে তাঁকে অকুতোভয় এক যোদ্ধা-রাজকুমারীর ভূমিকায় দেখা যাবে।
ছবির প্রযোজক জুহি পারেখ মেহেতা এক বিবৃতিতে বলেছেন, সাহসী যোদ্ধা-রাজকুমারীর বেশে জারা একদম উপযুক্ত। মোহনলাল অভিনীত এই প্যান ইন্ডিয়া ছবিতে জারার বেশ কিছু দুর্ধর্ষ অ্যাকশন দৃশ্য আছে।
তার জন্য তাঁকে প্রশিক্ষণ নিতে হয়েছে। বৃষভ ছবিতে তাঁর বিপরীতে আছেন তেলেগু তারকা রোশন মেকা।
এত বড় এক প্রকল্পের সঙ্গে যুক্ত হতে পেরে জারা যারপরনাই খুশি। তিনি সম্প্রতি এক বিবৃতিতে বলেছেন, ‘“বৃষভ” ছবির মাধ্যমে সর্বভারতীয় স্তরে আমার অভিষেক হতে চলেছে। এটা আমার একটা অনেক বড় স্বপ্নপূরণ। মোহন (লাল) স্যারের মতো কিংবদন্তি অভিনেতার সঙ্গে সব সময় কাজ করতে চেয়েছিলাম। তাঁর সঙ্গে পর্দা ভাগ করে নেওয়া একজন অভিনেতা হিসেবে অনেক বড় প্রাপ্তি। ছবিটি অত্যন্ত বড় আকারে আসতে চলেছে।’
- ট্যাগ:
- বিনোদন
- সিনেমায় অভিনয়
- গায়িকা
- জারা এস খান