চীন-ভিয়েতনামে টাইফুন তালিমের তাণ্ডব, শত শত ফ্লাইট বাতিল

বাংলা ট্রিবিউন চীন প্রকাশিত: ১৮ জুলাই ২০২৩, ১০:৩৫

দক্ষিণ চীন ও ভিয়েতনামের স্থলভাগে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন ‘তালিম’। ঝোড়ো বাতাস ও ভারী বৃষ্টিপাতে বন্যা সতর্কর্তা জারি করা হয়েছে। শত শত ফ্লাইট ও ট্রেনের শিডিউল বাতিল করেছে কর্তৃপক্ষ। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে ঝুঁকিপূর্ণ এলাকার লাখ লাখ মানুষকে।


চীনের আবহাওয়া বিভাগের প্রশাসন জানিয়েছে, এ বছরের চতুর্থ টাইফুন তালিম সোমবার স্থানীয় সময় রাত ১০টা ২০ মিনিটে গুয়াংডং প্রদেশর উপকূলে আঘাত হানে। তখন বাতাসের সবোর্চ্চ গতি ছিল ঘণ্টায় ১৩৬ দশমিক ৮ কিলোমিটার।


গুয়াংডং থেকে চীনের হাইনান প্রদেশে পর্যন্ত ঝড়-বৃষ্টি দেখা দিয়েছে। সোমবার বিকাল ৫টা পর্যন্ত গুয়াংডং থেকে ২ লাখ ৩০ হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয় নিরাপদ আশ্রয়ে। এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও