ই-মেইল ব্যবস্থায় বড় বিপর্যয়
প্রথম আলো
প্রকাশিত: ১৭ জুলাই ২০২৩, ১৫:০৪
ই-মেইল ব্যবস্থায় বড় বিপর্যয়
প্রোগ্রামিং ত্রুটির কারণে এই দিন ইন্টারনেটের মাধ্যমে ই-মেইল আদান-প্রদানের ব্যবস্থায় বড় ধরনের বিপর্যয় হয়। প্রাপকের ঠিকানায় না পৌঁছে লাখ লাখ ই-মেইল ‘আনসেন্ট’ অবস্থায় থাকে। গ্রিনিচ মান সময় (জিএমটি) অনুযায়ী, ১৯৯৭ সালের ১৭ জুলাই সকাল ৬টা ৩০ মিনিটে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একজন কম্পিউটার অপারেটর ইন্টারনেট ঠিকানা হালনাগাদ করার একটি সতর্কসংকেত উপেক্ষা করেন। এই সতর্কসংকেত ছিল বেশ কিছু কম্পিউটারের জন্য। সতর্কসংকেত উপেক্ষা করায় আর কোনো ব্যবস্থা না নেওয়ায় বেশির ভাগ ইন্টারনেট ঠিকানায় (বা ইন্টারনেট প্রটোকল—আইপি) ঢোকা যাচ্ছিল না। ফলে লাখ লাখ ই-মেইল বার্তা আনসেন্ট অবস্থায় থেকে যায়।