যে শর্তে বিএনপির সঙ্গে সংলাপ, জানালেন কৃষিমন্ত্রী

যুগান্তর রাউজান প্রকাশিত: ১৭ জুলাই ২০২৩, ১৫:৪৩

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেছেন, বিএনপির সঙ্গে আলোচনা হতে পারে, তবে সেটি তত্ত্বাবধায়ক সরকার নিয়ে নয়। আলোচনার আগে বিএনপিকে বলতে হবে— তারা সংবিধানের আলোকেই নির্বাচনে আসবে। তা হলে চিন্তা করা যাবে আলোচনার কথা। এর বাইরে হাজার আন্দোলন করেও কোনো লাভ হবে না।


সোমবার দুপুরে চট্টগ্রামের রাউজান সরকারি কলেজ মাঠে একযোগে ৫ লাখ বৃক্ষের চারা বিতরণ ও রোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


কৃষিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে। নির্বাচন বানচালকারীদের আওয়ামী লীগ রাজপথে থেকে মোকাবিলা করবে। কেউ যদি সহিংসতা করে, তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দমন করবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও