বাঘিনীর গর্জনে কাটছে মেঘ

ঢাকা পোষ্ট আজাদ মজুমদার প্রকাশিত: ১৭ জুলাই ২০২৩, ১২:৫৫

মুস্তাফিজুর রহমানকে তো সবাই চেনেন। হালে তার পারফর্মেন্সে কিছুটা টান পড়লেও কিছুকাল আগেও, পেস বোলিংয়ে বাংলাদেশের সবচেয়ে বড় ভরসা ছিলেন তিনিই। ২০১৫ সালের বিশ্বকাপের পর বাংলাদেশের ক্রিকেটে ধূমকেতুর মতো তার আবির্ভাব। শুরুটা পাকিস্তানের বিপক্ষে একটা টি-টোয়েন্টি দিয়ে হলেও মুস্তাফিজকে আসলে সবাই চিনেছেন একই বছর ভারত বধের পর।


এখন থেকে আপনাকে হয়তো মারুফা আক্তারকেও একইভাবে চিনে রাখতে হবে। মুস্তাফিজের মতোই হইচই ফেলে দেওয়া একটা কাজ যে মারুফাও করেছেন। পেস বোলিংয়ের তোপ দাগিয়ে হারিয়েছেন ভারতকে। ১৬ জুলাই ২০২৩, নারীদের ওয়ানডে ম্যাচে মারুফার কৃতিত্বে ভারতের বিপক্ষে বাংলাদেশ যে জয় পেয়েছে এক হিসেবে তা মুস্তাফিজদের কৃতিত্বের চেয়েও বড়। ৫০ ওভারের ক্রিকেটে প্রতিবেশী দেশের বিপক্ষে এটাই প্রথম জয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও