এজেন্ট জানেন না প্রার্থীর নাম, ভোটার উপস্থিতি নগণ্য

সমকাল প্রকাশিত: ১৭ জুলাই ২০২৩, ১২:০১

মো. নবী নুর। গলায় ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে একতারা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের কার্ড ঝুলিয়ে পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। সোমবার সকাল ৯টা ৩৭ মিনিটে রাজধানীর গুলশান-১ নম্বরের মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের ৪ নম্বর বুথে দায়িত্ব পালনকারী এই পোলিং এজেন্টের কাছে জানতে চাইলে নবী নুর বলতে পারলেন না তিনি কোন প্রার্থীর এজেন্ট।


এমনকি পাশে বসা আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক প্রার্থী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাতের এজেন্ট মো. জাকারিয়ার সহযোগিতা নিয়েও প্রার্থীর নাম বলতে পারছিলেন না তিনি। একপর্যায়ে তিনি দাবি করেন, স্বেচ্ছাসেবী হিসেবে ভোটকেন্দ্রের দায়িত্ব পালন করতে এলে তাকে হিরো আলমের এজেন্ট হিসেবে বসিয়ে দেওয়া হয়।


তবে কে বা কারা তাকে পোলিং এজেন্ট হিসেবে বসিয়েছেন, তা জানাতে অস্বীকৃতি জানান নুর নবী।


আজ সকাল ৮টা থেকে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। তবে সকাল থেকে ১২৪টি ভোটকেন্দ্রের বেশিরভাগই ফাঁকা দেখা যায়। সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে দুই-একজন করে ভোটার ভোট দিতে আসছেন। 



সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও